কচুয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও কার্যালয় উদ্বোধন

| আপডেট :  ২১ আগস্ট ২০২২, ১২:০৩  | প্রকাশিত :  ২০ আগস্ট ২০২২, ১১:৪৭

লোকনাথ সরকার (চাঁদপুর)কচুয়া প্রতিনিধি : চুয়ায় তৃনমূল পর্যায়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির পরিচিত সভা ও দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকালে কচুয়া দক্ষিন বাজার হাজী রুহুল আমিন মার্কেটে পরিচিতি সভায় অনুষ্ঠিত হয় । এই সময় কচুয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন। চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য আলহাজ¦ এমরান হোসেন মিয়া।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. শহীদুল ইসলাম। সদস্য সচিব অ্যাড. মো. মাঈন উদ্দিন মাইনুর পরিচালনায় বক্তব্য দেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শফিউল্যাহ সফি,জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক অ্যাড. লতিফ শেখ প্রমুখ।

এসময় কচুয়া পৌর জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান খান,পাথৈর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডা. মোশাররফ হোসেন মিয়াজী,জেলা যুব সংহতির যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান তালুকদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কচুয়া উপজেলা ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত