ডোমারে চার্জার অটোসহ যুবক নিখোঁজ

| আপডেট :  ২১ আগস্ট ২০২২, ০৬:৩৫  | প্রকাশিত :  ২১ আগস্ট ২০২২, ০৬:৩৫

নীলফামারীর ডোমার উপজেলার ডোমার পৌরসভার ০৪ নং ওয়ার্ড এর ছোট রাউতা (কাজীপাড়া) এলাকার মোঃ আনোয়ার হোসেন এর ছেলে মোঃ আরিফ হোসেন (১৪) গত ১৯ আগস্ট (শুক্রবার) থেকে তার বাবার চার্জার অটো সহ নিখোঁজ হয়েছে।

নিখোঁজ এর ব্যাপারে ছেলের বড় বোন মোছাঃ ঝর্ণা আক্তার কেয়া প্রধান(২৪) ২০ আগষ্ট (শনিবার) ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ডাইরিতে ঝর্ণা আক্তার উল্লেখ করেন, আমার ছােট ভাই মােঃ আরিফ হােসেন (১৪), সে ইং-১৯/০৮/২০২২ তারিখ বিকাল অনুমান ০৬.০০ টার সময় আমার বাবার চার্জার অটো নিয়া বাড়ি থেকে বেড়িয়ে যায়।

সেদিন রাত পর্যন্ত আমার ভাই বাড়ি ফিরে না আসলে আমরা তার মোবাইলে যোগাযোগ এর চেষ্টা করিলে (০১৯৩০….৯৩) এই নাম্বার বন্ধ পাই। এরপর এলাকার বিভিন্ন স্থানে, আত্মিয়স্বজনের বাড়ি, হাট বাজারে এবং ভাইয়ের বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করি।

শারীরিক বর্ণনাঃ উচ্চতা-০৫ ফুট ৪ ইঞ্চি , গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল- লম্বাট , চুল- কলাে, পড়নে ছিল- নীল রংয়ের জিন্স প্যান্ট এবং সাদা রম্বয়ের গেঞ্জি ।
(মােছাঃ ঝর্ণা আক্তার কেয়া প্রধান) মােবাঃ ০১৭৭৪১৭৯১০৩

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত