কচুয়ায় নিখোঁজের ৫দিন পর অর্ধগলিত মৃত দেহ উদ্ধার

| আপডেট :  ২১ আগস্ট ২০২২, ০৮:১৪  | প্রকাশিত :  ২১ আগস্ট ২০২২, ০৮:১৪

লোকনাথ সরকার (চাঁদপুর) কচুয়া প্রতিনিধি : চুয়ায় নিখোঁজের ৫দিন পর আব্দুর জব্বার নামের এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার জয়নগর গ্রামের দক্ষিন বিল থেকে এ বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। সে একই গ্রামের জুহর আলীর ছেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, গত ৫দিন আগে গত বুধবার সাচার একটি মাহফিলে যোগদান করেন আব্দুর জব্বার। কিন্তু সেখান থেকে বাড়ি না ফেরায় তার আত্মীয় স্বজনরা অনেক খুঁজাখুঁজি পর তার খুজ না পেয়ে সামাজিক যোগাযোগ ফেইজবুক এর মাধ্যমে তার নিখোঁজের বিষয়টি পোস্ট করা হয়। রবিবার সকালে বিলে স্থানীয় আবুল হাসেম নামের এক ব্যক্তি জমিতে ঘাস কাটতে গিয়ে তার লাশ দেখতে পায়। পরে তিনি স্থানীয় এলাকাবাসীকে ডেকে এনে ও কচুয়া থানা পুলিশকে সংবাদ দেন।
এঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী,এবং কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন,এসআই আনোয়ার হোসেনসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরে তার লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরন করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত