কচুয়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
লোকনাথ সরকার (চাঁদপুর) কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সবুজ হোসেন নামের একজন যুবক নিহত হয়েছে এবং ফরহাদ হোসেন নামের আরেকজন গুরুতর আহত হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) সকালে কচুয়া-গৌরিপুর মহাসড়কের আকানিয়া মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার রুদ্ররামপুর গ্রামের আলমগীর হোসেনের পুত্র। গুরুতর আহত ফরহাদ হোসেনের অবস্থায় আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় প্রেরন করা হয়ছে।
এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে এলাকাবাসী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মোটরসাইকেল যোগে চাটখিল যাওয়ার পথিমধ্যে আকানিয়া এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি হয়। এতে মোটরসাইকেল চালক সবুজ হোসেনকে গুরুতর অবস্থায় স্থানীয় লোক জন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত