দুমকিতে দোকান ভাংচুর ও মালামাল লুটের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ দুমকির পিরতলা বাজারের ব্যবসায়ী ও বনিক সমিতির পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দিনের দোকান ঘর ভাংচুর ও মালামাল লুটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিরতলা বাজার ব্যবসায়ী সমিতির নের্তৃবৃন্দ।
শনিবার বেলা ১১.০০ টায় পিরতলা বাজারে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় লিখিত বক্তব্যে মোঃ নাসির উদ্দিন বলেন, আমি দীর্ঘদিন যাবৎ শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের জমি লীজ নিয়ে ভিটি ভাড়া দিয়ে ব্যবসা করে আসছি। কিন্তু চলতি বছরের টাকা জমা দিতে গেলে অত্র ইউপি চেয়ারম্যান আবদুস সালাম তা গ্রহন করেননি। হঠাৎ গত শুক্রবার সন্ধ্যার সময় অভিযুক্ত শহিদুল ইসলাম তার দলবল নিয়ে আমার অনুপস্থিতিতে দোকান ঘর ভাংচুর ও মালামাল লুট করে।
এ সময় আরও বক্তব্য রাখেন- শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম শহীদুল ইসলাম খলিল,পিরতলা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, বনিক সমিতির সহ সভাপতি জাকির হোসেন সহ সমিতির অনান্য নের্তৃবৃন্দ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত