বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর বিরুদ্ধে অপপ্রচার
মারুফ সরকার, ঢাকা: সাম্প্রতিক সময় কোনো এক কু-চক্রী মহল তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার লক্ষে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলীর বিরুদ্ধে দুদকে একটি মিথ্যা অভিযোগ পত্র জমা দিয়েছেন। প্রতারক চক্র টি সুধু অভিযোগ দিয়ে ক্ষান্ত হয়নি নামে বেনামে কিছু ভূঁইফোড় অনলাইনে আমাকে নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছেন। যাহা সম্পূন্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বলে দাবী করেছেন বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
তিনি বলেন, অভিযোগে যেসকল তথ্য উপস্থাপন করেছেন তা সম্পূন্ন বানোয়াট ।খবর নিয়ে জানা গেছে অভিযোগ কারীর কোনো হদিশ নেই ।
অভিযোগে বলা হয়েছে, মোহাম্মদ আলীর থাকা কালীন ৪০০০-চার হাজার কোটি টাকার লোকসানি বোঝায় জর্জরিত বাপেক্স কোম্পনী ।দুঃখের বিষয় হলো মোহাম্মদ আলী বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক এর দায়িত্ববার গ্রহন করেন মে মাসের ২০২০ সালে।মোহাম্মদ আলী দায়িত্ব নেওয়ার আগে ১৯৮৯-২০১৮ ও ২০১০ থেকে ২০১৯ সাল পযর্ন্ত বাপেক্স এর গ্যাস উন্নয়ন তহবিল ঋণ ছিলো ৪০০০ চার হাজার কোটি টাকা ।
অভিযোগে বলা হয়েছে, একক সিদ্ধান্তে পদোন্নতি বাণিজ্য চলে,বাপেক্স একক সিদ্ধান্তে বিশ্বাসী নয় তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়া হয় যৌথ ভাবে ।
আরেক অভিযোগে বলা হয়েছে, গত ১০ই অক্টোবর ২০২১ তারিখে বাপেক্সের কর্মকর্তাদের পদোন্নতি তে মোহাম্মদ আলীর হাত আছে ।কিন্তু বাপেক্স পদ ও পদন্নতি,বাপেক্স মূল্যায়ন কমিটির সভার মাধ্যমে দক্ষতা অভিজ্ঞতার যাচাই করে পদোন্নতি দেওয়া হয়।এখানে বানিজ্য করার সুযোগ নেই। অভিযোগ পত্রে নিয়োগ নিয়ে যেসব অনিয়মের কথা বলা হচ্ছে সেগুলো তার আমলে হয়নি। তিনি যোগদানের পর অল্প কিছু কর্মচারীকে অস্থায়ী থেকে স্থায়ী করা হয়েছে। তাও উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী। এছাড়া আরেক অভিযোগে বলা হয়েছে বাপেক্সের সকল বিভাগের ব্যবস্থাপকগণের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর উপর নাকি গণঅশন্তোষ প্রকাশ করেছেন।বাপেক্স অফিসে গিয়ে স্বশরীলে খবর নিয়ে জানা সবার মুখে একটাই কথা মোহাম্মদ আলী বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক হওয়ার পর থেকে বাপেক্স সর্বদিক থেকে উন্নয়নের জোয়ার বয়ে আনছেন, বাপেক্স অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত করেছেন। অভিযোগে আরো বলা হয়েছে,মোহাম্মদ আলী টঙ্গী বোর্ড বাজার এলাকায়
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত