এবার মমতার পরিবারের সম্পত্তির হিসাব চেয়ে মামলা

| আপডেট :  ৩০ আগস্ট ২০২২, ০৫:২২  | প্রকাশিত :  ৩০ আগস্ট ২০২২, ০৫:২২

পশ্চিমবঙ্গের একাধিক মন্ত্রীর পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব চেয়ে মামলা হলো হাই কোর্টে। মামলাটি করেছেন আইনজীবী বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। আইনজীবীর দাবি, ২০১১ সালের পর থেকে উল্লেখযোগ্য সম্পত্তিবৃদ্ধি ঘটেছে মুখ্যমন্ত্রীর পরিবারের।

জানা যায়, আইনজীবী বিজেপি নেতা তরুনজ্যোতি তিওয়ারি জনস্বার্থে এ মামলাটি করেন। তবে উক্ত দায়েল কৃত মামলায় মমতা বা অভিষেক কারও নামই সরাসরি নথিভুক্ত নেই বলে জানা গিয়েছে।

তবে মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়, বাবুন বন্দ্যোপাধ্যায়, ও ভাইয়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়সহ অন্যদের সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

এদিকে এ মামলা নিয়ে জনসমাবেশেই কথা বলেন মমতা। জানান, উৎসব ছাড়া নিজের পরিবারের কারো সাথে তার যোগাযোগ নেই। সবাই আলাদা পরিবারে থাকার পরও সম্পত্তি কিভাবে তার হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন।

এর আগেও তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। গত ৮ আগস্ট অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে যুক্ত করার নির্দেশ দেয়। সেই নির্দেশের পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে হাইকোর্টের গিয়েছিলেন রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায়।

তাদের দাবি, এই মামলার নির্দেশ যেন কার্যকর না করা হয়।

মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তি বৃদ্ধির মামলা, সেই মামলার সঙ্গে যুক্ত করা হতে পারে।

এদিকে তৃণমূল ছাত্র পরিষদের ২৪তম প্রতিষ্ঠা দিবসে ধর্মতলার মেয়ো রোডে সভা থেকে পরিবারের সম্পত্তি বৃদ্ধি নিয়ে হাইকোর্টে মামলা ইস্যুতে মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো মমতা। বললেন, ওগুলো কি আমার সম্পত্তি? আমরা সবাই আলাদা আলাদা পরিবার। মায়ের দায়িত্ব ছিল আমার। সবার পরবর্তী প্রজন্ম হয়েছে, তারা উপার্জন করেছে। আমার তো সব ডকুমেন্ট দেওয়াই আছে। আমি বলি, এই মামলা ইন্টারন্যাশনাল আদালতে হোক।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত