ঢাকা উত্তর সিটি করোরেশন ভবনের ৮ম তলায় আগুন
রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন ভবনের ৮ম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৮ মিনিটে আগুন লাগার খবর পায় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ।
তিনি জানান, রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন ভবনের ৮ম তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এখনও আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এদিকে সকাল ৭টায় রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় তিনটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত