শেষের নাটকীয়তায় লিভারপুলের রোমাঞ্চকর জয়

| আপডেট :  ০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৬  | প্রকাশিত :  ০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৬

আগের ম্যাচে ৯ গোল করা লিভারপুল যেনো নিউক্যাসেলের বিপক্ষে গোল করতেই ভুলে গেছে। প্রথমার্ধেই গোল হজম করে হারের শঙ্কায় পড়ে ইয়ুর্গেন ক্লপের দল। অবশ্য দ্বিতীয়ার্ধে আক্রমণে মনোযোগী লিভারপুল ফিরমিনোর গোলে ফিরে আসে ম্যাচে। ড্র’য়ের দিকে এগোতে থাকা ম্যাচে শেষ মুহূর্তে গোল করে লিভারপুলকে জয় এনে দিয়েছেন ফাবিও কারভালহো।

বুধবার রাতে অ্যানফিল্ডে নিউক্যাসেল ইউনাইটেডকে ২-১ গোলে হারায় লিভারপুল। জয়সূচক গোল দুটি করেছেন রবার্তো ফিরমিনো ও কারভালহো। এই জয়ে এবারের লিগে প্রথমবার টানা দ্বিতীয় জয় পেল লিভারপুল। প্রথম দুই ম্যাচ ড্র’য়ের পর তৃতীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে বসে অলরেডরা। অবশেষে টানা দুই ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরেছে ক্লপের দল।

ম্যাচের ৩৮ মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল। নিউক্যাসেলকে এগিয়ে নেন অ্যালেক্সান্ডার ইসাক। লংস্টাফের বাড়ানো পাসে বক্সের ভেতর থেকে ডান পায়ের গতির শটে জাল খুঁজে নেন নিউক্যাসেলের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামা ইসাক। ম্যাচের ৬১ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান রবার্তো ফিরমিনো। মোহাম্মদ সালাহর বাড়ানো পাসে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

ম্যাচের শেষ দিকে দেখা মিলে নাটকীয়তা। নিশ্চিত ড্র’য়ের পথে এগোনে ম্যাচ নেয় নতুন মোড়। দ্বিতীয়ার্ধের যোগ করা অষ্টম মিনিটের মাথায় লিভারপুলের জয়সূচক গোল এনে দেন বদলি নামা ফাবিও কারভালহো। কর্নার থেকে আসা বল বক্সের ভেতর সালাহর মাথা ছুঁয়ে হাওয়ায় ভাসতে থাকা বল জটলার মধ্য থেকে ডান পায়ের গতির ভলিতে জালে জড়ান পর্তুগিজ এই ফুটবলার। এতে উন্মাদনায় ভাসে অ্যানফিল্ডে থাকা সমর্থকেরা।

পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে লিভারপুল। ৫ ম্যাচে ছয় পয়েন্ট নিউক্যাসেলের। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ম্যানসিটি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত