পবিপ্রবি’তে শের-ই-বাংলা হল -২ শাখা ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
পবিপ্রবি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল -২ শাখা ছাত্রলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭.০০ টায় শের-ই-বাংলা হল ২ এর টিভি রুমে ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিন প্রফেসর মোহাম্মাদ আলী,প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু,শের-ই-বাংলা হল-২ এর সহকারী প্রভোস্ট সুপ্রকাশ চাকমা এবং ছাত্রলীগের নেতৃবৃন্দসহ কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন। শের-ই-বাংলা হল ২ এর প্রভোস্ট প্রফেসর মোঃ রুবেল মাহমুদ এর সভাপতিত্বে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমেদ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বক্তারা যেকোনো অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত