সোমালিয়ায় আল-শাবাবের হামলা নিহত ১৮
মধ্য সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত হিরশাবেল রাজ্যের হিরান এলাকায় শুক্রবার রাতে আল-শাবাব গোষ্ঠীর চালানো হামলায় অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া খাদ্য সহায়তা বোঝাই কয়েকটি ট্রাকও ধ্বংস হয়েছে বলে জানা গেছে। খবর আলজাজিরার।
শনিবার ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, খাদ্য সহায়তা বোঝাই ট্রাকগুলো বালাডওয়েন শহর থেকে মহাস শহরে খাদ্য সহবরাহ করতে যাচ্ছিল।
তখন আল-শাবাব সেখানে হামলা চালায়।
স্থানীয় প্রবীণ ফারাহ আদেন বলেছেন, ‘আল-শাবাব ১৮ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে এবং পুড়িয়ে দিয়েছে। গত রাতে সে সময় ত্রাণের খাদ্যের বেশ কয়েকটি ট্রাক মহাস শহরে যাচ্ছিল। ‘
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোন্না বলেছে, আল-শাবাব যোদ্ধারা ট্রাকগুলোতে আগুন দিয়েছে এবং সেগুলোতে থাকা বেশিরভাগ মানুষকে হত্যা করেছে।
আদেনের তথ্য মতে, এই এলাকার সশস্ত্র বাসিন্দারা গত সপ্তাহে হামলাকারীদের ধাওয়া করেছিল। কিন্তু তারা যাতে আবার ফিরে আসতে না পারে সে জন্য সরকার কোনো সৈন্য পাঠায়নি।
তিনি বলেছেন, ‘আল-শাবাব আমাদের আত্মসমর্পণ করানোর জন্য এসব করছে। কিন্তু আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমরা তাদের কাছে আত্মসমর্পণ করব না। সরকারি বাহিনী এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি। ‘
আল কায়েদার সঙ্গে যুক্ত গোষ্ঠীটি এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তারা প্রায়ই সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর বিভিন্ন ধরনের হামলা চালায়। গত মাসে তাদের হামলায় একটি হোটেলে ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। সরকারি বাহিনী ৩০ ঘণ্টার যুদ্ধের পর সেখানকার জিম্মিদের মুক্ত করে।
সূত্র : আলজাজিরা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত