শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানের জয়
মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নওয়াজের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে ভারতকে ৫ উইকেট ও ১ বল বাকি থাকতে পরাজিত করে পাকিস্তান। এদিন ভারত বোলারদের ওপর তাণ্ডব চালান রিজওয়ান ও নওয়াজ। রিজওয়ান দেখে শুনে খেলতে থাকলেও ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালান অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। তিনি হাতে ব্যাটকে তরবারি বানিয়ে কচুকাটা করেন ভারতীয় বোলারদের ডেলিভারিগুলো।
রোববার (৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়। ম্যাচটি সরাসরি দেখায় স্টার স্পোর্টস, স্টার স্পোর্টস ১, ডিডি স্পোর্টস, পিটিভি স্পোর্টস, ডিজনি প্লাস হটস্টার। আর বাংলাদেশ থেকে দেখায় টি-স্পোর্টস, গাজী টিভি ও নাগরিক টিভি।
১৮২ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩.৪ ওভারে মাত্র ২২ রান সংগ্রহ করে পাকিস্তান। এরপরই রবি বিষ্ণুইর বলে রোহিতকে ক্যাচ প্র্যাকটিস করে ফেরেন বাবর আজম। এ নিয়ে চলতি আসরে তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হলেন পাক অধিনায়ক। দ্বিতীয় উইকেটে ফখরকে নিয়ে রিজওয়ান ৪১ রানের জুটি গড়েন। দলীয় ৬৩ রানে ফখর চাহালের বলে বিদায় নেন।
তৃতীয় উইকেটে রিজওয়ান ও নওয়াজ ৭৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। দলীয় ১৩৬ রানে নওয়াজ ভুবনেশ্বর কুমারের বলে বিদায় নেন। তার আগে ২০ বলে ২ ছয় ও ৬ চারে ৪২ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি। নওয়াজের বিদায়ের ১১ রান পর পান্ডিয়ার বলে বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান। তার আগে রিজওয়ান ৫১ বলে ২ ছয় ও ৫ চারে ৭১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। জয় থেকে দুই রান দূরে থাকতে আসিফ আলী অর্শদ্বীপের বলে এলবির শিকার হন। এক বল আগে দলের জয় নিশ্চিত করেন ইফতেখার আহমেদ।
ভারতের হয়ে ভুবনেশ্বর, অর্শদ্বীপ, চাহাল, বিষ্ণুই, পান্ডিয়া সকলেই একটি করে উইকেট তুলে নেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাক বোলারদের ওপর তাণ্ডব চালান দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। উদ্বোধনী জুটিতে এ দুজন তোলেন ৫৪ রান। এরপর হারিস রউফের বলে খুশদিল শাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিত যাওয়ার ৮ রান পর বিদায় নেন লোকেশ রাহুল। তিনি শাদাব খানের বলে মোহাম্মদ নওয়াজের হাতে ক্যাচ দেন।
এরপর বিরাট কোহলি সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ ও দীপক হুদাকে নিয়ে ছোট ছোট জুটি গড়েন। এর ফাঁকে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩২তম অর্ধশত তুলে নেন। শেষ পর্যন্ত কোহলি ৪৪ বলে ১ ছয় ও ৪ চারে ৬০ রান করে দলীয় ১৭৩ রানের সময় আসিফ আলীর দুর্দান্ত থ্রোয়ে রান আউটের শিকার হন। শেষ দুই বলে রবি বিষ্ণুই দুটি চার মারলে ভারতের সংগ্রহ গিয়ে ঠেকে ১৮১ রানে। আর পাকিস্তান লক্ষ্যমাত্রা পায় ১৮২ রানে।
পাকিস্তানের হয়ে শাদাব খান ২টি, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজ প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।
আজকের ম্যাচে পাকিস্তান একটি পরিবর্তন এনেছে ইনজুরি আক্রান্ত শাহনেওয়াজ দাহানির জায়গায় দলে ঢুকেছেন মোহাম্মদ হাসনাইন। ভারত তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। দীনশে কার্তিক ও আবেশ খানের জায়গায় দলে ফিরেছেন ঋষভ পান্থ ও রবি বিষ্ণুই। আর রবীন্দ্র জাদেজার জায়গা দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল দল দুইটি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সে লড়াইয়ে শেষ ওভারে গিয়ে ৫ উইকেট আর ২ বল হাতে রেখে জয় পায় ভারত। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান ভারতের হার্দিক পান্ডিয়া।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, রিশব পন্থ (উইকেটরক্ষক), দীপক হুদা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণুই, আর্শদ্বীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।
পাকিস্তানের একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত