রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ, সুযোগ কাজে লাগাতে চায় ইরান
ইরান সোমবার জানিয়েছে, রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তাই বর্তমানে সঙ্কটে আছে ইউরোপ।
যদি যুক্তরাষ্ট্র তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করে বা তুলে নেয় তাহলে তারা ইউরোপে গ্যাস সরবরাহ করতে প্রস্তুত আছে। খবর আল আরাবিয়ার।
এ ব্যাপারে ইরানের পররাষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেছেন, ইউক্রেন সমস্যার কারণে ইউরোপে গ্যাসের যে সঙ্কট তৈরি হয়েছে, যদি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তাহলে ইউরোপের জ্বালানির প্রয়োজন ইরান মেটাতে পারবে।
তিনি আরও বলেন, আমরা আশা করি একটি চুক্তি হবে যেন ইরান কার্যকরী ভূমিকা রাখতে পারে, ইউরোপ ও বিশ্বের জ্বালানি চাহিদা পূরণ করতে।
বিশ্বে রাশিয়ার পর সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে ইরানে। কিন্তু অবকাঠামোর অভাবে শুধুমাত্র ইরাক ও তুরস্কে গ্যাস সরবরাহ করতে পারে ইরান।
এদিকে ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিটি নতুন করে করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এই চুক্তিটি হলে ইরানের ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র।
তবে চুক্তির বিষয়টি এখনো ঝুলে আছে। বিশেষ করে ইসরাইল এটিতে আপত্তি দেখানোয় চুক্তিটি এখনো হচ্ছে না।
সূত্র: আল আরাবিয়া
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত