রাশিয়াকে রকেট গোলাবারুদ দিচ্ছে উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা দাবি করেছেন, ইউক্রেনে ব্যবহার করতে উত্তর কোরিয়ার কাছ থেকে কয়েক মিলিয়ন রকেট ও গোলা কিনছে রাশিয়া। খবর দ্য গার্ডিয়ানের।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা সোমবার বলেছেন, উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়ার রকেট ও গোলা কেনার বিষয়টি দেখাচ্ছে রুশ সেনারা গোলাবারুদের সংকটে আছে। মূলত পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তারা নিজেরা গোলাবারুদ বানাতে পারছে না। এ কারণে উত্তর কোরিয়ার কাছে ধর্না দিয়েছে তারা।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে ভবিষ্যতে আরও সামরিক অস্ত্র কিনতে পারে।
তবে রাশিয়া পিয়ংইয়ং থেকে কত পরিমাণ গোলা ও রকেট কিনবে সেই সংখ্যাটি সঠিকভাবে বলতে পারেননি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা কয়েকদিন আগে জানান আগস্টের শুরুর দিকে ইরানের কাছ থেকে সামরিক ড্রোন কিনে সেগুলো নিজ দেশে নিয়ে এসেছে রাশিয়া। এরপর জানা গেলো এবার উত্তর কোরিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভ্লাদিমির পুতিনের দেশ।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত