শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে হয়রানি, সমাধানে পরশুরাম উপজেলা ছাত্রলীগ
ইসমাইল হোসেন ফরিদ, পরশুরাম (ফেনী) প্রতিনিধি: গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত “ফেনী-পরশুরাম মহাসড়কে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের হয়রানি”বিষয়টি পরশুরাম উপজেলা ছাত্রলীগের দৃষ্টিগোচর হয়,আজ সকালে পরশুরাম উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ পরশুরাম বাস মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ এবং বাস ড্রাইভার সাথে আলোচনা করে৷
শিক্ষার্থীর সুযোগ সুবিধা কথা চিন্তা করে, শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নির্ধারন করেন,
পরশুরাম-আলাউদ্দিন নাসিম কলেজ- (০৫) পাঁচ টাকা. পরশুরাম -ফুলগাজী বাজার -(০৫) পাঁচ টাকা.. পরশুরাম – ফেনী –(১৫) পনের টাকা…..
শিক্ষার্থীদের ইউনিফর্ম অথবা স্কুল/কলেজ পরিচয় পত্র বাধ্যতামুলক থাকতে হবে, সকাল ০৮ টা থেকে সন্ধ্যা ০৬ টা পর্যন্ত হাফভাড়া কার্যকর হবে,সন্ধ্যা ০৬ টার পর হাফ ভাড়া কার্যকর হবেনা
পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ জানান, শিক্ষার্থীদের যে কোন যৌক্তিক আন্দোলনে পাশে থাকবে পরশুরাম উপজেলা ছাত্রলীগ।
পরশুরাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষে কাজ করে যাবো আমরা পরশুরাম উপজেলা ছাত্রলীগ, শিক্ষার্থীরা হচ্ছে আগামীর নতুন দিনের উজ্জ্বল নক্ষত্র, সংকটে বা দূর্যোগে সব সময় ছাত্রলীগ সবার পাশে আছে থাকবে।
পরশুরাম উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানায় শিক্ষার্থীরা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত