আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

| আপডেট :  ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৭  | প্রকাশিত :  ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৭

পাইপ লাইনের জরুরি মেরামতের কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পাইপ লাইনের জরুরি কাজের জন্য ৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ও মার্কিন দূতাবাস এলাকায় সব শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া উত্তরা আবাসিক এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত