সিনোফার্মের টিকার দাম প্রকাশ করায় চীনের ক্ষোভ
গোপনীয়তার শর্ত থাকলেও সিনোফার্মের টিকার দাম প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছে চীন। তবে অনিচ্ছাতৃক ভুল দাবি করে সাথে সাথেই দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ। বিস্তারিত জানিয়ে চীনকে চিঠিও লিখেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে, এখন পর্যন্ত কোন উত্তর মেলেনি। এই পরিস্থিতিতে প্রতি ডোজ টিকা ১০ ডলারে না পাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
সিনোফার্মের করোনা টিকা কিনতে চীনের সাথে গোপনীয়তার চুক্তি করে বাংলাদেশ। যার অন্যতম শর্ত টিকার বিক্রয়মূল্য প্রকাশ করা যাবে না। গত ২৭ মে দেড় কোটি টিকা কেনার প্রস্তাব অনুমোদন দেয় সরকারি মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব গণমাধ্যমকে জানান, প্রতি ডোজের দাম হবে, ১০ ডলার।
বিষয়টি নজরে এলে বাংলাদেশকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীনা দূতাবাস। এতে বেইজিংয়ের কাছে দুঃখ প্রকাশ করে,ঢাকা। কিন্তু এতে লাভ হচ্ছে না। এখন আর চুক্তি অনুযায়ী ১০ ডলারে টিকা পাবে না বাংলাদেশ। বাড়বে দাম।
চীনকে চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ইচ্ছাকৃতভাবে এটি গণমাধ্যমে আসেনি। যার উত্তর এখনও দেয়নি চীন।
এছাড়া, দেড় কোটি টিকা কিনতে রাশিয়াকে গত ২৮ মে প্রস্তাব দেয়া হলেও এখনও তার জবাব দেয়নি দেশটি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত