দিল্লিতে লুম্পি ভাইরাসের হানা

| আপডেট :  ১০ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৭  | প্রকাশিত :  ১০ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৭

ভারতের রাজধানী দিল্লিতে প্রথমবারের মতো লুম্পি ভাইরাস হানা দিয়েছে। কমপক্ষে ১৭৩টি গবাদি পশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এর বেশিরভাগই দক্ষিণের জেলাগুলোতে।

সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভির জানিয়েছে, দিল্লিতে আট থেকে ১০ দিন আগে প্রথমবারের মতো এই ভাইরাস শনাক্ত হয়। তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ওই কর্মকর্তা বলেন, আক্রান্ত পশুর চারপাশে পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা সব সুস্থ পশুকে সরকারের পক্ষ থেকে টিকা দেয়া হবে।

এক সংবাদ সম্মেলনে উন্নয়ন মন্ত্রী গোপাল রায় বলেন, গয়লা ডেইরি এলাকায় ৪৫, রেওলা খানপুরে ৪০, ঝুমানহেরায় ২১ এবং নাজফগড় এলাকায় ১৬টি পশুর চর্মরোগ শনাক্ত হয়েছে।

উপসর্গ দেখা দেয়া গবাদি পশুগুলোকে আইসোলেশনে রাখার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। পশুর তীব্র জ্বর, সর্দি, ক্ষুধামন্দা, চোখ দিয়ে পানি পড়া, দুধ দেয়া বন্ধ করা, ত্বকের সমস্যা এই ভাইরাসের উপসর্গ।

তিনি বলেন, ভাইরাসের শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করতে দিল্লি সরকার দুটি ভ্রাম্যমাণ পশু ক্লিনিক এবং ১১টি দল গঠন করেছে। চারটি দল কাজ করবে ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে।

এছাড়া সিটি গভর্মেন্ট একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু রেখেছে। হেল্পলাইন নাম্বারে (8287848586) কল করে যেখান থেকে লুম্পি ভাইরাস সম্পর্কিত জিজ্ঞাসা, তথ্য ও পরামর্শ করা যাবে।

দিল্লির আক্রান্ত পশুগুলোর মধ্যে ৪০টি বেওয়ারিশ গরু। যাদেরকে দিল্লির দক্ষিণ-পশ্চিমে রেওলা খানপুর গৌ সদনের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এই গো-আশ্রয়ণ কেন্দ্রে ৪৫০০ গবাদি পশুর থাকার জায়গা রয়েছে।

এদিকে, কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রী পরশোত্তম রুপালা বলেছেন, গত বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫৭ হাজার গবাদি পশু লুম্পি ভাইরাসজনিত চর্মরোগে মারা গেছে। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। রাজ্যগুলোকে টিকাদান বাড়াতে বলা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত