খাটের তলায় রাখা ৭ কোটি, তল্লাশির খবরে জ্ঞান হারালেন অভিযুক্তর ‘পরিজন’

| আপডেট :  ১০ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৬  | প্রকাশিত :  ১০ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৬

একবার অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা স্মরণে আনছে শহরবাসী। তোড়া তোড়া টাকা পাওয়া গেল গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়ির খাটের নীচ থেকে। এই টাকা গোনার জন্য আনা হয়েছে একাধিক মেশিন। জানা যাচ্ছে, গেমিং অ্যাপ থেকে বেআইনিভাবে রোজগার করত ওই ব্যক্তি। যদিও কত টাকা উদ্ধার হয়েছে সেই বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

জানা যায় , খাটের তলায় প্ল্যাস্টিকের প্যাকেটের মধ্যে মুড়ে রাখা হয় টাকাগুলি। জানা গিয়েছে, ৫০০ টাকার একাধিক বান্ডিল উদ্ধার হয়েছে। তোড়া তোড়া নোটের পাহাড় গুনতে আরও মেশিন আনা হয়েছে। গোটা এলাকাটি মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। কমপক্ষে সাত কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা .যাচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, একটি অনলাইন গেমিং অ্যাপকে কেন্দ্র করে প্রতারণা চক্র গড়ে তুলেছিল নিসার। আর সেই অ্যাপ থেকেই বেআইনিভাবে রোজগার করছিল সে। যদিও ED-র তরফে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি।

এদিন নিসার খানের বাড়িতে ED-র তল্লাশি চলাকালীন এক মহিলা তার বাড়ির সামনে আসেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তিনি নিসারের আত্মীয়। কোথা থেকে এল এত টাকা? এই নিয়ে প্রশ্ন করা হলে কোনও উত্তর দিতে পারেননি তিনি। কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যান তিনি। এক ED আধিকারিক জানান, যে অর্থ উদ্ধার হয়েছে সেগুলি ৫০০ টাকার নোটে। তবে পাঁচ কোটি নাকি সাত কোটি? এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। ওই আধিকারিক সাফ জানিয়েছেন, গণনা শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করা সম্ভব হবে না। পরে একটি বিবৃতি দিয়ে ED-র তরফে জানানো হয় কমপক্ষে সাত কোটি টাকা পাওয়া গিয়েছে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, খান পরিবারের মেয়ে ওই অজ্ঞান হয়ে যাওয়া তরুণী। এখনও পর্যন্ত ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি তাঁকে। SSC নিয়োগ দুর্নীতি মামলায় মডেল তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার বাড়িতে অভিযান চালায় ED। সেই সময় তাঁর দু’টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এই টাকা কার? সেই নিয়ে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। যদিও অর্পিতা দাবি করেছিলেন, এই টাকা তার নয়।

সেই ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধার ঘিরে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। উল্লেখ্য, আরও বেশ কিছু জায়গায় ED তল্লাশি চালাচ্ছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত