জেনে নিন রানি এলিজাবেথের শেষকৃত্য কোথায় কখন

| আপডেট :  ১০ সেপ্টেম্বর ২০২২, ১০:০২  | প্রকাশিত :  ১০ সেপ্টেম্বর ২০২২, ১০:০২

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসান ঘটেছে বৃহস্পতিবার। ৯৬ বছর বয়সী ব্রিটিশ রানি ছিলেন দীর্ঘতম রাজত্বকারী। তার বড় ছেলে চার্লস এখন রাজা।

বাকিংহাম প্যালেস কয়েক দশক ধরে রানির মৃত্যু পরবর্তী প্রক্রিয়া নিয়ে প্রস্তুতি নিয়েছে, যাতে একজন নতুন রাজার আবির্ভাব যতটা সম্ভব সহজে হয়। রানির অন্ত্যেষ্টিক্রিয়ার সম্পন্ন হতে তার মৃত্যুর পর ১০ থেকে ১২ দিন পর্যন্ত লাগতে পারে।

রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে। ১৯৫২ সালে সর্বশেষ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হয় রাজা জর্জের। এ ছাড়া ১৯৬৫ সালে রাজপরিবারের বাইরের কোনো ব্যক্তি হিসেবে শেষবার এ সম্মান পেয়েছিলেন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।

কে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করে?

রাজ্যের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একজন আর্ল মার্শাল রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং নতুন রাজার অভিষেকের ব্যবস্থা করার দায়িত্বে রয়েছেন। বর্তমান আর্ল মার্শাল নরফোকের ১৮তম ডিউক অ্যাডওয়ার্ড ফিটজালান-হাওয়ার্ড। তিনি ৬৫ বছর বয়সী ব্রিটেনের সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা।

রাজা তৃতীয় চার্লস তার প্রয়াত মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থাপত্রে স্বাক্ষর করার জন্য আর্ল মার্শালের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

অন্ত্যেষ্টিক্রিয়া কারা অংশ নেবে?

রাণী দ্বিতীয় এলিজাবেথের সন্তান-রাজা তৃতীয় চার্লস, প্রিন্সেস অ্যান, প্রিন্স অ্যান্ড্রু এবং প্রিন্স অ্যাডওয়ার্ডসহ রাজপরিবারের সব সদস্য অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারিও উপস্থিত থাকার কথা রয়েছে।

তাছাড়া উপস্থিত থাকবেন ব্রিটেনের বিশিষ্ট ও রাজনৈতিক ব্যক্তিরা। বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রপ্রধানও ওই সময় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

অন্ত্যেষ্টিক্রিয়ার দিন কী হবে?

রানির কফিন একটি শোভাযাত্রা করে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হবে। এরপর দুপুরে দুই মিনিট নীরবতা পালন করবে দেশটি। আরেকটি শোভাযাত্রা পরবর্তীতে উইন্ডসরে অনুষ্ঠিত হবে। সেখানে, তাকে সেন্ট জর্জ চ্যাপেলের রয়্যাল ভল্টে তার প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপ ও অন্যান্য মৃত ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের পাশে সমাহিত করা হবে।

রানির মৃত্যুর দশম দিন শেষকৃত্য হতে পারে। যদিও দিনটি ‘জাতীয় শোক দিবস’ হবে, তবে ব্রিটেনে সরকারি ছুটির দিন হবে না। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় প্রায় দুই হাজার মানুষ উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে স্কটল্যান্ডের ব্যালমোরাল ক্যাসেলে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়। মৃত্যুর পর তার জ্যেষ্ঠপুত্র চার্লস ব্রিটেনের নতুন রাজা হচ্ছেন।

সূত্র : টাইম

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত