দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ পাকিস্তানি বোলার আফ্রিদি
এশিয়া কাপের ফাইনালে হেরে বিমর্ষ পাকিস্তান দল ও দেশটির ক্রিকেট সমর্থকরা। এরইমধ্যে দেশটির এক বোলারের নিষিদ্ধ হওয়ার খবর এশিয়া কাপ হাতছাড়া হওয়ার তেতো স্বাদকে আরও বিষিয়ে তুলেছে পাকিস্তানি সমর্থকদের কাছে।
দুর্নীতির অভিযোগে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার আসিফ আফ্রিদিকে।
এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ তথ্য জানিয়েছে। ঠিক কি ধরনের দুর্নীতিতে অভিযুক্ত আসিফ, তা বিস্তারিত জানাতে রাজি হয়নি পিসিবি।
পাকিস্তানের ঘরোয়া লিগের দল খাইবার পাখতুনখাওয়ারের নিয়মিত স্পিনার আসিফ আফ্রিদি।
এ স্পিনারের বিষয়ে মঙ্গলবার পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘আচরণবিধির অনুচ্ছেদ ২.৪ ভঙ্গের দায়ে এই ক্রিকেটারের বিরুদ্ধে দুটি অভিযোগ এনে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৪ দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে।’
অর্থাৎ, আসিফ আফ্রিদির বিরুদ্ধে আনিত অভিযোগের প্রমাণ মেলেনি এখনও। তদন্ত চলছে। তবে এখন থেকেই কোনো ক্রিকেটীয় কার্যক্রমে নিজেকে জড়াতে পারবেন না আসিফ। তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
তথ্যসূত্র: পাকিস্তান অবজারভার
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত