শরীয়তপু‌রের ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী

| আপডেট :  ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৫  | প্রকাশিত :  ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৫

রতন আলী মোড়ল, জেলা প্রতিনিধি: শরীয়তপু‌রের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিণপাড়া গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই একই গ্রামের কাশেম কবিরাজ (৬৫) এর বিরুদ্ধে। ধর্ষক কাশেম কবিরাজ এলাকার প্রভাশালী হওয়ায় অর্থের বিনিময়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।

এতে ন‌্যায়‌বিচার পাওয়া নি‌য়ে শঙ্কায় র‌য়ে‌ছে ভুক্তভুগী প‌রিবার। ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাবা আমির হোসেন বেপারি (৮০) তিনি নিজে শারিরীক প্রতিবন্ধী কোন কাজ কর্ম করতে পারে না। ওই কিশোরীর মা পাপিয়া বেগম (৫৫) সে ও শারীরিক প্রতিবন্ধী তিনি বিভিন্ন গ্রামে ভিক্ষা করে তাদের পরিবারে ৩ জনের সংসার চালান।

স্থানীয় ও ভুক্তভুগী প‌রিবার সূ‌ত্রে জানা যায়, গত (১২ সেপ্টেম্বর) সোমবার বিকেল ৪ টায় কিশোরীর মা তার বাবাকে নিয়ে তাকে বাড়িতে একা রেখেই পার্শ্ববর্তী বুড়িরহাট বাজারে ডাক্তারের কাছে যায়। বাড়িতে কিশোরী একা থাকায় সেই সুযোগে প্রতিবেশী কাশেম কবিরাজ সম্পর্কে চাচা হয় সে ঘরে ঢুকে তাকে জোর করে ধর্ষণ করে। পরবর্তী কিশোরীর প্রতিবেশী এক চাচি হাওয়া বেগম কিশোরীর মাকে খুজতে আসলে দরজা ভিতর থেকে আটকানে দেখে দরজা ধাক্কা দিলে দরজা খুলে গেলে তাদের আপত্তিকর অবস্থা দেখে। ধর্ষক কাশেম তাকে দেখে দৌড়ে পালিয়ে যায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্ষক কাশেম কবিরাজ অর্থের বিনিময়ে ঘটনাটি গোপনে ধামাচাপা দিয়ে মীমাংসার চেষ্টা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মান্নান বেপারীর স্ত্রী হাওয়া বেগম বলেন, আমি সুপারি আনতে ওদের বাসায় যাই ঘরের ভেতর থেকে দরজা আটকানো দেখে প্রতিবন্ধী কিশোরীর মা পাপিয়াকে কয়েকবার আমি ডাক দিলে কোন সাড়াশব্দ না পেয়ে দরজায় ধাক্কা দেই হঠাৎ দরজা খুলে যায় পরে ঘরের ভিতরে আমি গেলে প্রতিবন্ধী ওই কিশোরীসহ কাশেমকে আপত্তিকর অবস্থা আমি তাদের দেখতে পাই কাশেম আমাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এর একটা উপযুক্ত বিচার হওয়া উচিত।

আশেপাশে থাকা বেশ কয়েকজন প্রতিবেশীরা আরও জানান, কাশেম কবিরাজ মানুষ রুপি একটা শয়তান। এই বুড়া বয়সে ও কি করে পারলো একটা প্রতিবন্ধীর সাথে এমন জঘন্য কাজ করতে। আমরা এর বিচার চাই।

এ ঘটনায় (১৪ সেপ্টেম্বর) ডামুড্যা থানায় ওই ধর্ষিত প্রতিবন্ধী কি‌শোরীর মা পাপিয়া বাদী হয়ে, নারী ও শিশু নির্যাতন দমন আই‌নে এক‌টি ধর্ষণ মামলা দা‌য়ের ক‌রে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহম্মেদ বলেন, প্রতিবন্ধী কি‌শোরীকে ধর্ষণের বিষয় আমরা একটি মামলা নিয়েছি। দোষীব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত