ধুনটের কৃতি সন্তান ফয়সাল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত
সুমন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্যঘোষিত ৩০২ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ধুনটের কৃতি সন্তান শেখ আল ফয়সাল।
গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় কাজী রওনকুল ইসলাম শ্রাবনকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৩০২ জন বিশিষ্ট ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরে প্রকাশিত হয়।
শেখ আল ফয়সাল বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের হাজী মোজাম্মেল শেখ ও লায়লা হকের ছোট ছেলে।
শেখ আল ফয়সাল দীর্ঘদিন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের হয়ে দীর্ঘ সময় ধরে রাজপথে সক্রিয় ভুমিকা রেখে আসছেন। এইছাড়াও তিনি জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যয়নরত রয়েছেন।
শেখ আল ফয়সাল ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং দায়িত্ব পালনে তিনি ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের সমর্থন ও দোয়া কামনা করেছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত