মির্জানগরে কালভার্টের পিলার ভেঙে রড উধাও
ইসমাইল হোসেন ফরিদ, পরশুরাম (ফেনী) প্রতিনিধি: ১নং মির্জানগর ইউনিয়নের সাঈদ সাহেব বাড়ী সংলগ্ন রাস্তায় একটি কালভার্টের ঢালাই পিলার ভেঙে রড কেটে নিয়ে যায়, এতে এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে গ্রামের মানুষ।
গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মির্জানগর ইউনিয়নের সাঈদ সাহেব বাড়ী সংলগ্ন এলাকায় ওই কালভার্টের পাশের পিলার গুলো ঢালাই ভেঙে রড বের হয়ে আছে,, কিছু রড কেটে নিয়ে গেছে কে বা কারা,
স্থানীয় কয়েকজন বলেন, কয়েক বছর ধরে কালভার্টের ওপরের অংশের ঢালাই অল্প অল্প করে ভেঙে যায়, ফলে বর্তমানে পুরো পিলার গুলো ভেঙে পেলায় যানবাহন চলাচল করতে পারছে না।
এই পথ দিয়ে চলাচল করে স্কুল ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা,, এই ভাবে যদি কালভার্টের ক্ষতি হতে থাকে তাহলে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হবে বলে জানান এলাকাবাসী,
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি আমলে নিয়েছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত