ক্ষমা চেয়েছেন মরিয়ম মান্নান

| আপডেট :  ২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:১৬  | প্রকাশিত :  ২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:১৬

সকলের কাছে ক্ষমা চেয়েছেন মরিয়ম মান্নান। মরিয়ম বলেন, আমি আন্তরিক ভাবে দুঃখিত লাশটির বিষয়ে পোষ্ট করার জন্য।আমার মায়ের নাহ হলেও লাশটি কারো নাহ কারো লাশ। এমন নৃশংস মৃত্যু কারো নাহ হোক।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন দুঃখ প্রকাশ করেন।

স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ

আমি আমার মা’কে পেয়েছি এর থেকে বড় সত্য এবং সুন্দর আর কিছুই নেই আমার।

স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার কৃতজ্ঞতা।সন্তানের দায়িত্ব আমি পালন করেছি।আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার পূর্ন সমর্থন রয়েছে।

২৭ দিন পরে আমার একজন অজ্ঞাত নারীর লাশের খোঁজ পেয়ে দৌড়ে যাওয়া মা’কে খোঁজার জন্যই।
আমার এবং আমার পরিবারের মনে হয়েছিলো লাশটি দেখে আমার মায়ের।আমি আন্তরিক ভাবে দুঃখিত লাশটির বিষয়ে পোষ্ট করার জন্য।আমার মায়ের নাহ হলেও লাশটি কারো নাহ কারো লাশ।এমন নৃশংস মৃত্যু কারো নাহ হোক। তবে ২৭ দিন পরে এসে মানুসিক জায়গাটি এত খারাপ ছিল। মায়ের নিখোঁজের ২৭দিন পরে ফুলপুর থানার দেওয়া বিজ্ঞাপন দেখে তার সাথে যোগাযোগ করে ওখানে মা’কে খুঁজতে যাওয়া আমার উচিত হয়নি,লাশটির ছবি দেখে আমার মায়ের মতো মনে করা আমার অন্যায় হয়েছে, আমি ক্ষমাপ্রার্থী।
আমার মায়ের চিকিৎসা এবং যত্ন নেওয়ার জন্য সময় দরকার।মাকে পাওয়ার পরে আসলে আর কিছুই চাওয়ার নেই আমার।

দৌলতপুর থানার অসি নজরুল ইসলাম এবং খুলনার PBI আমার মা’কে উদ্ধার করেছেন গতকাল রাতে।

২৭/০৮/২০২২ থেকে এই পর্যন্ত আজকে তিরিশ দিন আমার যে কোন বিচ্ছিন্ন আচরনের জন্য আমি দুঃখিত।যারা আমার মা’কে খুঁজে পেতে সহোযোগিতা করেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ।

যারা আমার পাশে ছিলেন প্রথমদিন থেকে আমার মা ফিরে আসুক আমি বিশ্বাস করি তারা সকলে খুশি হয়েছেন আজকে।আপনি বা আপনারা আমার পাশে থেকে ভুল করেননি,আপনার এবং আপনাদের জন্যই আমার মা’কে আমি পেয়েছি।

আপনাদের জন্য আমি আজকে আমার মায়ের বুকে এটার থেকে সস্তির খবর আর কি হতে পারে বলুন!
ধন্যবাদ সাবইকে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত