মির্জানগর ইউনিয়ন পরিষদে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

| আপডেট :  ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৩  | প্রকাশিত :  ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৩

ইসমাইল হোসেন ফরিদ, পরশুরাম (ফেনী) প্রতিনিধি: মির্জানগর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও ছাত্রসহ সকল পেশার মানুষদের নিয়ে আজকে মির্জানগর ইউনিয়ন পরিষদে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশ এ সভাপতিত্ব করেন, মির্জানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুজ্জামান ভুট্টো, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরাফাত সিদ্দিকী সহকারী কমিশনার (ভূমি), পরশুরাম, ফেনী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
এস আই মো. মনির, মির্জানগর ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ, সুবার বাজার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ও মির্জানগর তৌহিদ একাডেমি স্কুলের শিক্ষক ও ইউনিয়ন ছাত্রলীগ যুবলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ এলাকার সর্বস্তরের জনগণ, উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন জনাব ফজলুল করিম ভুইঁয়া, সচিব ১নং মির্জানগর ইউনিয়ন পরিষদ

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত