ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭

| আপডেট :  ০৬ জুন ২০২১, ১২:৫৭  | প্রকাশিত :  ০৬ জুন ২০২১, ১২:৫৭

হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেনের সরকার নিয়ন্ত্রিত একটি শহরে ৫ বছরের শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার এ হামলা চালানো হয় বলে জানায় আরব নিউজ। প্রাদেশিক গভর্নরের প্রেস সহকারী আলী আল-ঘুলিসি আরব নিউজকে জানান, ক্ষেপণাস্ত্রটি মারিব শহরে রাউধার আশেপাশে একটি গ্যাস স্টেশনে আঘাত করে।

ক্ষেপণাস্ত্রটি হামলার অল্প সময়ের মধ্যে আবার ইরান সমর্থিত মিলিশিয়ারা একটি বিস্ফোরকবাহী ড্রোন চালিয়ে দুটি অ্যাম্বুলেন্সে আঘাত করে। অ্যাম্বুলেন্স দুটি আহতদের হাসপাতালে নেওয়ার কাজে নিয়োজিত ছিল।

তবে এখনও এ হামলার দায় স্বীকার করেনি হুথি। ইয়েমেনের তেল ও গ্যাস সমৃদ্ধ মারিব শহরকে নিয়ন্ত্রণে নিতে ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ারা ফেব্রুয়ারি থেকে তাদের ওপর হামলা চালানো শুরু করে।

২০১৪ সালে সংঘাত শুরুর পর যুদ্ধ থেকে পালিয়ে আসা হাজার হাজার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপদ আশ্রয়স্থল মারিব। এদিকে হুথিদের এ হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা।ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরানি গ্যাস স্টেশন ও দু’টি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং মার্কিন রাষ্ট্রদূতকে এ হামলার নিন্দা জানানোর আহ্বান জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত