বেসরকারি হাসপাতালে ফি নির্ধারণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বেসরকারি হাসপাতালে সেবার মান অনুযায়ী ফি নির্ধারণ করে দেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কোথাও কোথাও দেখা যায় একটি বিশেষ পরীক্ষার জন্য ১০ হাজার টাকা অন্য জায়গায় আবার ৫০ হাজার টাকা। এই বিরাট বৈষম্য দূর করতে চায় সরকার। দরিদ্র জনগণ যাতে সঠিক চিকিৎসা পায়, তাদের যাতে বাড়তি মূল্য দিতে না হয় সে দিকে খেয়াল রাখা হবে।
জাহিদ মালেক বলেন, চিকিৎসাসেবার মানের ওপর হাসপাতালগুলোকে এ, বি ও সি ক্যাটাগরি করা হবে। সেবার মানোন্নয়নে অনেকগুলো দিক আছে। এ ক্ষেত্রে অনেক জনবল প্রয়োজন হয়, অবকাঠামো ও যন্ত্রপাতির প্রয়োজন হয়। সরকার এখন প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত