ইউজিসি’র এপিএ মূল্যায়নে পবিপ্রবির স্থান ১৪তম
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদক চুক্তির (এপিএ) মূল্যায়নে দেশের ৪৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৪তম স্থান অর্জন করেছে। ফলাফল মূল্যায়নে বিশ্ববিদ্যালয়টি ৭৬.৯৬ নম্বর অর্জন করে। মোট ৬টি বিষয়ের উপর ১০০ নম্বরের ভিত্তিতে ইউজিসি এই তালিকা প্রকাশ করেছে।
এর মধ্যে কৌশলগত উদ্দেশ্য সমুহের ক্ষেত্রে ৭০ নম্বর, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার ক্ষেত্রে ১০, ই গভর্নেন্স/উদ্ভাবন কর্মপরিকল্পনায় ৩নম্বর ধরা হয়েছে। প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্বভার গ্রহণের পর থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) নির্ধারিত সকল বিষয়ের উপর যথাযথভাবে গুরুত্ব আরোপ এবং বাস্তবায়নের জোরালো ভুমিকা পালন করেন।
তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দেশের মধ্যে বিশ্বমানের গ্রাজুয়েট তৈরির গ্রহণযোগ্য বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত