জাতীয় পার্টিতে যোগ দিলেন ৫ শতাধিক বিএনপি নেতাকর্মী

| আপডেট :  ০৮ অক্টোবর ২০২২, ১১:১৪  | প্রকাশিত :  ০৮ অক্টোবর ২০২২, ১১:১৪

কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ৫ শতাধিক বিএনপির নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছে। অপরদিকে উলিপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাচারিতা ও অনিয়মের প্রতিবাদে দলদলিয়া ইউনিয়নের ৪২জন নেতাকর্মী পদত্যাগ করেছে।

শনিবার বিকালে কুড়িগ্রাম পুরাতন শহরের রেলস্টেশন চত্বরে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুর রহমান।

এ সময় নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম জোদ্দার, রফিকুল ইসলাম মাস্টার ও ডা. মহসিন আলীর নেতৃত্বে ৫ শতাধিক নেতাকর্মী মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপির হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন। জাতীয় পার্টির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেওয়া হয়।

এ প্রসঙ্গে নাগেশ্বরী উপজেলা বিএনপির সভাপতি নুরুন্নবী দুলাল জানান, এগুলো ঠিক না। নারায়ণপুর বিএনপির ঘাঁটি। এ মুহূর্তে জাতীয় পার্টির অনেক মানুষ বিএনপিতে আসার জন্য লাইন দিয়ে আছেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী দিনে জাতীয় পার্টির সুদিন আসছে। আমরা জাতীয় পার্টিকে সুসংগঠিত করছি। এ অঞ্চলের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থাশীল। আর সে কারণে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা দলে দলে জাতীয় পার্টিতে যোগদান করছে।

অপরদিকে জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মো. শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী ফকির, সহ-সভাপতি ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার ও সাংগঠনিক সম্পাদক আবু শাকেরসহ ৪২ জন নেতাকর্মী পদত্যাগ করেন। গত ৩০ সেপ্টেম্বর ইউনিয়ন কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় তারা উল্লেখ করেন, গত ২৮ সেপ্টেম্বর উলিপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি পত্রে দলদলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম হোসেনকে বাদ দিয়ে অন্য এক ব্যক্তিকে সাধারণ সম্পাদক করার প্রস্তাব পাঠালে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর ফলে দলবেঁধে পদত্যাগের ঘটনা ঘটে।

দলদলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী জানান, কাউকে কিছু অবগত না করে স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতের আশ্রয় নেওয়ায় আমরা একযোগে ৪২ জন পদত্যাগ করেছি।

এ ব্যাপারে উলিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান জানান, তাদের পদত্যাগপত্র আমরা পেয়েছি। এখনো গ্রহণ করা হয়নি। তবে অনেকে পদত্যাগের বিষয়টি জানেন না বলে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। বিষয়টি আমরা সাংগঠনিকভাবে মোকাবেলা করছি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত