বাঁশখালীতে বশির উল্লাহ’র ব্রিজ ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল
শাহেনেওয়াজ উদ্দীন চৌধুরী (সম্রাট), চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত বাহারচরা ইউনিয়নের আঞ্চলিক মহাসড়ক হয়ে ছলিম উল্লাহ’র বর পুল হইতে আনুমানিক চার-পাঁচ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বশির উল্লাহ মিয়াজির বাজারের একমাত্র ব্রিজটি অতিমাত্রায় ঝুঁকিতে রয়েছে। দ্রুত সময়ে মেরামত না-করলে ব্রিজটি শিঘ্রই যাতায়াতের অনুপযুগি হয়ে লোকালয় একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়বে। বতর্মান সময়েও যে ঝুঁকি তাতে পথচারীর বুকে হৃদয় নিংড়ানো ভয়। যে কোনো সময় হতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয়রা জানায়, একজন বৃদ্ধ ব্যক্তি আঘাতের কবলে পড়ে দুর্ঘটনায় শিকার হয়েছে। এছাড়া উক্ত ব্রিজ দিয়ে প্রতিদিন বাহারচরা সমুদ্র সৈকতে আসা-যাওয়া করে অসংখ্য পর্যটক। জনসাধারণের কল্যাণের জন্য ব্রিজটি সংস্কার করা অতীব জরুরি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত