পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে ১১২ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৫৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত আনারস প্রতীকের খলিলুর রহমান মোহন পেয়েছেন ৪৭১ ভোট। সোমবার সকাল নয়টা থেকে শুরু হয়ে আটটি উপজেলায় ভোট গ্রহন চলে দুপুর দুইটা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এদিকে বরিশাল বিভাগের ৬ জেলার ৫ টিতে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেও পটুয়াখালীতে তা সম্ভব হয়নি। এনির্বাচনে পটুয়াখালীতে চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এছাড়াও এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে সাতজন এবং সাধারণ আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ জেলার ৮ টি উপজেলা, ৫ টি পৌরসভা এবং ৭৭টি ইউনিয়নে ১০৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ ব্যাপারে বিজয়ী প্রার্থী ঘোড়া প্রতিকের হাফিজুর রহমান বলেন,‘ আমার পরিবার আওয়ামীলীগ পরিবারের, দলের জন্য আমি সহ আমার পরিবার জেল ও খেটেছি। আমি যুবলীগ করেছি সদস্য ছিলাম এবারে সভাপতি প্রার্থী হয়েছি কিন্তু ষড়যন্ত্র করে আমাকে কোনো পদে রাখেনি। অনেকটা কষ্টে পেয়ে আমি আজ নির্বাচন করেছি এবং সবার দোয়ায় ১১২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছি।’
এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন,‘ সকাল ৯ টা থেকে ভোট শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কারো অভিযোগ ও পাওয়া যায়নি এবং নির্বাচন কমিশনের অঙ্গীকার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত