জেলা পরিষদে ভোট সুষ্ঠু গাইবান্ধার প্রভাবে: সিইসি

| আপডেট :  ১৭ অক্টোবর ২০২২, ০৯:২৯  | প্রকাশিত :  ১৭ অক্টোবর ২০২২, ০৯:২৯

জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হওয়ার পেছনে গাইবান্ধা ভোটের প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দেশব্যাপী জেলা পরিষদ নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ জানান সিইসি। কোথাও কোন অনিয়ম হয়নি বলেও জানান তিনি।

সোমবার ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

ভোট শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সিইসি বলেন, গাইবান্ধা ভোটের ইতিবাচক প্রভাব জেলা পরিষদ নির্বাচনে পড়েছে। ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যে কাজ করেছে ইসি।

গাইবান্ধা উপনির্বাচনের পর থেকেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ভোটকেন্দ্রের সিসিটিভি। এই অবস্থায় সোমবার ৫৭টি জেলায় ভোটগ্রহণ হয় সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। এবারের নির্বাচনও ছিল পুরো কমিশন ভবনের কন্ট্রোল রুমের নিয়ন্ত্রণে।

৪৬২টি ভোটকেন্দ্রে ছিল প্রায় চৌদ্দ”শ সিসি ক্যামেরা। কোথাও কোন অসংগতি মনে হলেই বড় মনিটরে তা নজরে আসবে কমিশনের। তবে এই নির্বাচনে তেমন কোন অনিয়ম ধরা পড়েনি কমিশনের সিসি ক্যামেরায়।

২৬ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়ে কোন মন্তব্য করেননি সিইসি। বলেন, এ ব্যাপারে রাজনীতিবিদরাই ভাল জানেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত