তেরখাদায় শেখ রাসেল’র ৫৮তম জন্মদিন
‘শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় তেরখাদাতে শেখ রাসেল ৫৮তম জন্মদি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল দশটায় তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা দোয়া অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যানদ্বয় শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান।
অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃমোহাম্মদ ইব্রাহিম মোল্লা, সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর কুমার মিত্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, তথ্য সেবা কর্মকর্তা তাসমিনা খাতুন, আনসার অফিসার জাহাঙ্গীর আলম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ফেরদৌসী বেগম, সহকারী প্রোগ্রামার লিডম পল বালা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ সিফাত, নির্বাহী সদস্য রনি মোল্লা, সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আজিজুর রহমান, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শম্পা সাহা সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত