কালকিনিতে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত

| আপডেট :  ১৮ অক্টোবর ২০২২, ০৩:১৬  | প্রকাশিত :  ১৮ অক্টোবর ২০২২, ০৩:১৬

সবুজ খান, মাদারীপুর থেকে: নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও জাতীয় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। সারাদেশে দ্বিতীয়বারের মতো জাতীয় দিবস হিসেবে পালিত হচ্ছে ‘শেখ রাসেল দিবস-২০২২’।

মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় মাদারীপুরের কালকিনিতে এ দিবসটি উৎযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি তাহমিনা সিদ্দিকী কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক,পৌর মেয়র এসএম হানিফ,কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হোসেন,কালকিনি আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল সহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

পরবর্তীতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে শহীদ হন শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তখন তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত