পবিপ্রবিতে শেখ রাসেল দিবস পালিত
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় দিবসটি পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সম্মুখে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
এ সময় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন- সাবেক প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী,রেজিস্ট্রারার ড. কামরুল ইসলাম।
আলোচনা সভায় ভাইস চ্যান্সেলর ড.স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, শেখ রাসেল যদি আজ বেচে থাকতো তাহলে শান্তির দূত হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনায় একজন বিশ্বস্ত সহযোদ্ধা পেতেন। তিনি শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট সকল সহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
বিশ্ববিদ্যালয় সকল শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত