বড় কাটালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল দিবস পালিত
রামপাল, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাটালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার ( ১৮ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান শিক্ষক জবান অনাদী রায় এর সভাপতিত্বে ও জনাব মতিয়ার রহমানের সঞ্চালনায় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষাক জনাব বিবাস চন্দ্র বালা,সহকারি শিক্ষক মন্ডলী, কর্মকর্তা,কর্মচারী,শিক্ষার্থী ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এ সময় শিক্ষার্থীদের অংগ্রহণে কুইজ প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি,সুন্দর হাতের লেখা,ছবি অঙ্কন এর আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে মোট ১৫ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতারণ করেন প্রধান শিক্ষক ও অনন্য শিক্ষকমন্ডলী সব শেষে বঙ্গবন্ধুর পরিবার সহ দেশের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সহকারি শিক্ষক মাওলানা মতিউর রহমান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত