দুমকিতে জাগরণ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত

| আপডেট :  ১৯ অক্টোবর ২০২২, ০৬:১৩  | প্রকাশিত :  ১৯ অক্টোবর ২০২২, ০৬:১২

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জাগরণ সামাজিক সংগঠন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ফোরসাইট মেডিকেল ইনস্টিটিউট মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি জাহিদ ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরসাইট মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ মজিবুর রহমান টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঙ্গরিয়া ইউপি সদস্য জহিরুল ইসলাম, শাহিন গাজী, মাওলানা ইমদাদুল ইসলাম, সুপার দুমকি সাতানী হাফিজিয়া দাখিল মাদরাসা ও হাফেজ মাহফুজুর রহমান, প্রধান পরিচালক লাওহে মাহফুজ মডেল মাদরাসা। এসময় দুমকি প্রেসক্লাবের সদস্য , দৈনিক সকালের সময় প্রতিনিধি মোঃ ওবায়দুর রহমান অভি উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাগরণ সামাজিক সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত