মুরাদিয়া ইউনিয়ন তাঁতী দলের কমিটি গঠন

| আপডেট :  ২৭ অক্টোবর ২০২২, ০৭:২১  | প্রকাশিত :  ২৭ অক্টোবর ২০২২, ০৭:২১

দুমকি উপজেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলার জাতীয়তাবাদী তাঁতীদল মুরাদিয়া ইউনিয়নের কর্মীসভার মাধ্যমে তিন বিশিষ্ট কমিটি সম্পন্ন। নবাগত তিন সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম, এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আব্দুস সালাম।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন মো. জাহাঙ্গীর আলম ( আহবায়ক) দুমকি উপজেলা তাঁতীদল। প্রধান অতিথি মোঃ তারিকুল ইসলাম (সভাপতি) মুরাদিয়া ইউনিয়ন বিএনপি, বিশেষ অতিথি মোহাম্মদ মাসুদ পারভেজ-(সাধারণ সম্পাদক) মুরাদিয়া ইউনিয়ন বিএনপি।

কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন জাহিদ খান সদস্য সচিব দুমকি উপজেলা তাঁতীদল। বিশেষ অতিথি হিসেবে কর্মীসভায় উপস্থিত যুগ্ম-আহ্বায়করা হলেন- গোলাম মর্তুজা মোল্লা,মোঃ শাহিন আলম, মোঃ জালাল শরীফ, মোঃ কামরুল ইসলাম, আঃ ওহাব হাওলাদার, সৈয়দ শামীম মীরা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে দুমকি উপজেলা তাঁতী দলের যুগ্ম-আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।

সদ্য কমিটি পাওয়া (সভাপতি) মোঃআসাদুজ্জামান বলেন, মুরাদিয়া ইউনিয়ন তাতিদলের পক্ষ থেকে দুমকি উপজেলা তাতিদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে ধন্যবাদ জানিয়ে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উলেখ্য, গত ২২ অক্টোবর পটুয়াখালীর দুমকিতে মুরাদিয়া ইউনিয়নে কর্মীসভা সম্পন্ন হয়েছে। তাঁতীদলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম এবং সদস্য সচিব মোঃ জাহিদ খান এক বিবৃতিতে বলেন, আজকে তাঁতীদলের এ তিন বিশিষ্ট কমিটি ঘোষনা দিয়েছি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত