বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মূত্যু
সুমন হোসেন,ব গুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বৈদ্যুতিক তারে শক খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নিজ বাড়িতে ধান মাড়াইয়ের কাজের জন্য লাইট জ্বালানোর সংযোগ নিতে গেলে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৭শে অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী দিগর গ্রামের মরহুম হযরত আলীর ছেলে মামুনুর রশীদ বাদশা (৩২) নিজ বাড়িতে ধান মাড়াইয়ের কাজের জন্য কারেন্টের বোর্ড থেকে সংযোগ নিতে গেলে অসাবধানতাবসত তিনি আটকে যাই। সেখানে উপস্থিত থাকা তার মা দৌড়ে গিয়ে তাকে ছাড়ানোর জন্য স্পর্শ করলে তাকেও বিদ্যুৎ শক দিয়ে দুরে ফেলে দেয়।
এমন সময় তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে,বাড়ির লোকজনেরা তাকে তাৎক্ষণিক ভাবে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ও লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। তার এই অকাল মৃত্যুতে ওই পরিবার তার বন্ধুঁ বান্ধব ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত