দুমকিতে মসজিদের টাকা আত্মসাৎ করার প্রতিবাদে মানববন্ধন

| আপডেট :  ২৮ অক্টোবর ২০২২, ০৮:৫১  | প্রকাশিত :  ২৮ অক্টোবর ২০২২, ০৮:৫১

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কর্তৃক দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা বায়তুন নূর জামে মসজিদের টাকা লুটপাট ও আত্মসাৎ করার প্রতিবাদে মানববন্ধন করেছে মসজিদের মুসল্লী ও এলাকাবাসী।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উক্ত মসজিদের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান, সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিরোজ মৃধা, ইমাম মাওলানা রফিকুল ইসলাম ও মুসল্লী আলহাজ্ব ইউনুস আলী মাস্টার প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ বলেন, ২০২০ সনে মাদ্রাসার ভবন নির্মাণের জন্য এলজিইডির মাধ্যমে ২ লক্ষ ৯৩ হাজার টাকা অর্থ বরাদ্দ হয়। উক্ত কাজ পান পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। টেন্ডার প্রাপ্তির পর তিনি আমাদের জানান, অল্প টাকার কাজ এত দূর থেকে এসে কাজ করে আমার পোষাবে না। তার চেয়ে আপনারা কাজ করেন। আমি আপনাদের অফিস খরচ বাবদ ৫০ হাজার টাকা রেখে বাকি টাকা দিয়ে দেব। এর প্রেক্ষিতে আমরা মসজিদের নির্মাণ কাজ শুরু করি। এ পর্যন্ত আমাদের মসজিদ নির্মাণের কাজে ৬লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। টাকা চাইলে তিনি দীর্ঘ ২বছর যাবৎ আমাদের দেবো- দিচ্ছি বলে ঘোরাচ্ছেন। ইদানিং টাকার জন্য তার কাছে ফোন দিলে আমাদের হুমকি-ধামকি ও ক্ষমতার দাপট দেখাচ্ছেন। এহেন অবস্থায় আমরা নিরুপায় হয়ে মানববন্ধন এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ আইন প্রয়োগকারী সংস্থা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত