গাইবান্ধায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

| আপডেট :  ২৯ অক্টোবর ২০২২, ০৫:০৪  | প্রকাশিত :  ২৯ অক্টোবর ২০২২, ০৫:০৪

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা: গাইবান্ধা জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে ও জেলা পুলিশের সহযোগীতায় গাইবান্ধায় ”কমিউনিটি পুলিশিং ডে” অনুষ্ঠিত হয়েছে। এ

উপলক্ষে আজ শনিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পুলিশ সুপারের কার্যালয় চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক এম.আবদুস সালামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বিপিএম।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আলমগীর কবীর বাদল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব রাজীব,জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাকা, এসময় আরো অন্যান্য গন্যমাণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এছাড়াও অপরদিকে এ দিনটি পালনে জেলার সকল থানায় কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে ও থানা পুলিশের সহযোগীতায় ”কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়েছে।

উল্লেখ্য, জেলার সকলস্তরের সকল শ্রেনিপেশার মানুষের অংশ গ্রহনে কমিউনিটি পুলিশিং গঠন করার মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে জেলা পুলিশ। এতে করে সহজেই সকল স্তরের মানুষ বিভিন্নভাবে আইনী সহায়তা নিতে পারেন ও সহজেই আইনী সহায়তা গ্রহন করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত