দুমকিতে পালানোর সময় পা পিছলে আসামি নিহত
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি পুলিশের পরিচয় পেয়ে দৌঁড় দিলে নির্মাণাধীন ভবনের ৫ম তলার সিঁড়ি থেকে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডিউটিরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।
মাদক মালার আসামি বিপ্লব (৩৫) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে।
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলার ভূমি অফিস এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৫ম তলায় মাদক মামলার আসামী বিপ্লব বিদ্যুতের কাজ করছিলো খবর পেয়ে দুমকি থানার এসআই ইশতিয়াক আল মামুন আসামিকে গ্রেফতার করতে যান এবং বিপ্লবকে তার নাম জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গেই দৌড়ে পালানো চেষ্টা করেন। এ সময় পা পিছলে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়।
দুমকি থানার এসআই ইশতিয়াক আল মামুন জানান, বিপ্লব জিআর ২৪/২০ (দুমকি থানা) ধারা ৩৬(১) সারনি ১৯(ক) এর গ্রেফতারী ওয়ারেন্ট ভুক্ত আসামি। সে সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আমলী বিজ্ঞ আদালত পটুয়াখালীতে নিয়মিত হাজিরা দেয়নি বলে তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সালাম বলেন, পুলিশ নাম জিজ্ঞেস করলে দৌঁড় দিয়ে পালানোর সময় পা পিছলে পড়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডিউটিরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত