উলিপুরে পিকাপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে রাস্তা পারাপারের সময় পিকাপের ধাক্কায় কুলুকজান বেগম (৬২) নামে এক বৃদ্ধার মৃত হয়েছে।
বুধবার (২ নভেম্বর) ঘটনাটি ঘটেছে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের পশ্চিম নাওড়া গ্রামের চৌমুহনী টু রাণীগঞ্জ সরকে।
জানাগেছে, বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ধামশ্রেণী ইউনিয়নের পশ্চিম নাওড়া নতুন গ্রামের আবুর উদ্দিন এর স্ত্রী কুলজান বেগম রাস্তা পারাপারের সময় দুতগতির একটি গরু বোঝাই পিকাপের ধাক্কায় গুরুতর আহত হয়।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা সাস্থ কমপ্লেক্সে নিলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন,গরু বোঝাই পিকাপটি আমার জিম্মায় আছে। আলোচনার মাধ্যমে বিষয় টি ফয়সালা (মিমাংশা)করা হবে।
উলিপুর থানার আফিসার ইনচার্জ (ওসি) আশরাফুরজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার কোন লিখিত অভিযোগ পাইনি
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত