বরিশাল বিভাগের গণসমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতা সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্রীর গণসংযোগ
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে প্রস্তুতি সভা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে এবং জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, বর্তমান সরকারের দূর্ণীতি, দুঃশাসন ও গুম- খুনের প্রতিবাদে দেশব্যাপী গনতান্ত্রিক আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা মামলা, নির্যাতনসহ নেতা কর্মীদের হত্যার প্রতিবাদে ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে , গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
বুধবার সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় দুমকি উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান খান,শামিম হোসেন, জাকির আলম মিলন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ রাসেল হাওলাদার, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোঃ সুমন শরিফ প্রমূখ। পরে উপজেলার নতুন বাজার সহ বিভিন্ন সড়কে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করতে লিফলেট বিতরণ করেন আলতাফ হোসেন চৌধুরী। এসময় উপজেলা বিএনপিসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত