ঈশ্বরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ চেষ্টা, ৪ জনকে থানায় দিল জনতা
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি প্রাইভেট কারসহ ডিবি পুলিশের ভুয়া পরিচয় দেয়া ৪ জনকে আটক করেছে। আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন, জেলার ত্রিশালের সাকুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সারোয়ার (৩৫), জেলার হালুয়াঘাটের দক্ষিণখান ইউনিয়নের আইলাতলী গ্রামের সালাম ওরফে খালেকের ছেলে রফিক (৩০), একই উপজেলার দুরাল ইউনিয়নের মোমিনপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে কামাল হোসেন (২৭) ও গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল্লাহ জুয়েল (২৮)।
ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি গৌরীপুর এলাকায় ঘটেছে। তাই, তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ময়মনসিংহ নগরীর রয়েল বেকারির মুক্তার হোসেন বেকারীর পণ্য বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন ময়মনসিংহ কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে,গৌরীপুরের গাও রামগোপালপুর এলাকায় আসার পর এমন সময় চারজন নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে মুক্তার হোসেনকে হাতকড়া লাগিয়ে গাড়িতে তুলে ইট দিয়ে বেধরক মারধর করতে থাকে। তখন অপরাধ কি জানতে চাইলে তার সাথে মাদক আছে বলে জানায় ওই চার জন। এসময় তাকে ডিবি অফিসে যেতে হবে বলে গাড়ি নিয়ে ময়মনসিংহের দিকে রওনা দেয়।
স্থানীয়রা বিষয়টি বুজতে পারলে তাদের ধাওয়া দিলে তারা গাড়ি নিয়ে ঈশ্বরগঞ্জের দিকে রওনা দেয়। তখন স্থানীয়রা ঈশ্বরগঞ্জ শ্রমিক ইউনিয়নের লোকজনদের কাছে ফোন করে ঘটনা সম্পর্কে জানান। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ পৌর সদরের মুক্তিযোদ্ধা মোড় থেকে প্রাইভেটকার-সহ চার-জনকে আটক করে জনতা। এসময় তাদের উত্তম-মাধ্যম দিয়ে থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে।
এ বিষয়ে গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইনসান বলেন, রাতেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতেই ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাদের গৌরীপুর থানায় হস্তান্তর করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত