হালুয়াঘাটে ভারতীয় মদসহ আটক ৩
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাই পথে আমদানিকৃত মদসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার নাশুল্যা গ্রামের মৃতঃ আব্দুল হাই এর পুত্র হৃদয় মিয়া (২২) একই গ্রামের সাইদুল ইসলামের পুত্র আমিনুল ইসলাম (৩২) ও শিমূলকুচি গ্রামের নজরুল ইসলামের পুত্র শাহীন (২০)।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিমান্তবর্তী গাজিরভিটা ইউনিয়নের শিমূলকুচি এলাকায় ওসি মো. শাহিনুজ্জামান খানের নির্দেশে এস আই আবুল খায়ের’র নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের অভিযোগে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, মাদক ক্রয় বিক্রয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত