শাকিব খানের বাড়িতে চুরির চেষ্টা
ঢালিউড সুপারস্টার শাকিব খানের পূবাইলের বাড়িতে চুরির চেষ্টা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে ‘জান্নাত’ নামের ওই শুটিং বাড়িতে তিনজন চুরির চেষ্টা চালায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
অন্যদিকে বাড়িটির তত্ত্বাবধায়ক শরীফুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কয়েকজন লোক এসে এ বাড়িতে হানা দেয়। বিষয়টি জানার পর স্থানীয় লোকজন পুবাইল থানায় খবর দেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘রাত দেড়টার দিকে শাকিব খানের বাড়ির পাশ দিয়ে আজম নামের এক ব্যক্তি যাচ্ছিলেন, তিনি শাকিব খানের বাড়ির ভেতরে একটি গাছে তিনজনকে দেখতে পান। ওই ব্যক্তি চিৎকার করে লোকজন ডাকলে তিনজনই দেয়াল টপকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ডাকাডাকি করে বাড়ির নিরাপত্তাকর্মীর সাড়াশব্দ না পেলে কয়েকজন দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে দেখেন, বাড়ির জেনারেটরটি রশি দিয়ে বাধা। তারা নিরাপত্তাকর্মীকে ঘুম থেকে ডেকে ওঠান। মোবাইলে স্থানীয়রা এমন খবর দিলে এ ব্যাপারে খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠানো হয়।’
ওই বাড়িতে কারা প্রবেশ করেছিল তা জানার চেষ্টা করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত হচ্ছে হলেও জানিয়েছেন।
জানা যায়, বলিউড তারকা শাহরুখ খানের বাড়ি মান্নাতের সঙ্গে মিল রেখে শাকিব তাঁর পুবাইলের বিলাসবহুল শুটিং বাড়িটির নাম রেখেছেন ‘জান্নাত’। কয়েক বছর ধরে সেখানে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওর শুটিং হচ্ছে। ওই শুটিং বাড়িতে মূল্যবান আসবাব, এসি, জেনারেটরও রয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত