নেভাদায় জয়ে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকছে সিনেট

| আপডেট :  ১৩ নভেম্বর ২০২২, ১০:৩৬  | প্রকাশিত :  ১৩ নভেম্বর ২০২২, ১০:৩৬

নেভাদায় জয় পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডেমোক্র্যাটিক সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্টো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এডাম ল্যাক্সাল্টকে সমর্থন করেছিলেন।

সিনেটে এখন ডেমোক্র্যাটদের ৫০টি আসন থাকবে। অন্যদিকে রিপাবলিকানদের থাকছে ৪৯টি। জর্জিয়া রাজ্যে আগামী ৬ ডিসেম্বর একটি রান-অফ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি আসছে বলে মনে হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত