কটিয়াদীতে ধ*র্ষ*ণে ব্যর্থ হয়ে পুকুরে ফেলে দেয় এক তরুণীকে
আফজল হুসাইন , কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি: অভিযুক্ত জাহিদ কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া (টুনিয়ারচর) গ্রামের আলতাব উদ্দিনের ছেলে।
কিশোরী রিমা(ছদ্মনাম, ১৩) একই রাড়ির প্রতিবেশী মেয়ে।
জাহিদ কিশোরীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে গলায় ওড়না পেঁচিয়ে পুকুরে নিক্ষেপ করে।
এ ব্যাপারে কিশোরীর পিতা মো. মোস্তফা বাদী হয়ে কটিয়াদি মডেল থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন কিশোরীর সাক্ষাৎকার এবং মামলার বিবরণ সুত্রে জানা যায়, কিশোরী দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় অভিযুক্ত জাহিদের বাড়িতে কাজের মেয়ে হিসেবে মাঝেমধ্যে বিভিন্ন কাজ করতো। সেই সুবাদে রবিবার (৬ নভেম্বর) রাত নয়টায় অভিযুক্ত জাহিদ রিমাকে কাজের কথা বলে ডেকে নেয় এবং কৌশলে তাকে বাড়ির পশ্চিমে তাদের পুকুরের পাড়ে ঝোপের মধ্যে নিয়ে স্পর্শকাতর অঙ্গে হাত বোলাতে থাকে। এতে রিমা প্রতিবাদ করলে জাহিদ জোরপূর্বক তার বস্ত্রহরণ করে এবং ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে কিশোরী চিৎকার করলে ধর্ষণে ব্যর্থ হয়ে জাহিদ রিমার গায়ে ওড়না পেঁচিয়ে পুকুরে ফেলে পালিয়ে যায়। এসময় রিমার আর্তচিৎকারে এলাকার লোকজন এবং তার পরিবার তাকে পুকুর থেকে উদ্ধার করে।
এ বিষয়য়ে কটিয়াদী মডেল থানার মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত